আবদুল কাদির জীবন:
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮৫৫ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ মে ২০২৪) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগারের ৮৫৫ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের পৃষ্ঠপোষক সদস্য, সৈয়দ বদরুল আলম এর সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল, ঔপন্যাসিক সিরাজুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, উদ্দীপন একাডেমির শিক্ষক রাসেল আহমদ, গীতিকার সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ।