সিমোপা’র ৮৫৩ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, ঈদ ভ্রাতৃত্ববোধের সম্প্রীতি। ঈদে কোলাকুলি সৌহার্দ, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে। আমাদের সবাইকে ভুলে যেতে হবে হিংস্বা-বিদ্বেষ। আমাদের মাঝে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ।

তিনি গতকাল শনিবার (২০ এপ্রিল ২০২৪) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে “সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)”র ৮৫৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ও সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঔপন্যাসিক সিরাজুল হক ও কবি ইমামুল ইসলাম রানা।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, সোহেল আহমদ, নাবিল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

error: Content is protected !!