সিমোপা’র ৮৪৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত ধর্মকে খাটো না করেও উন্নত সাহিত্য রচনা সম্ভব আমিনুল ইসলাম

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি আমিনুল ইসলাম বলেন, মানুষের দেখা বা বিশ্লেষণ শক্তি তার জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ধর্মকে খাটো না করেও উন্নত সাহিত্য রচনা করা সম্ভব। নজিবর রহমান তাঁর আনোয়ার উপন্যাসে তা প্রমাণ করেছেন। সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু’র চেয়ে আনোয়ারা’ কোন অংশে নিম্ন মানের নয়। জীবনের সকল ক্ষেত্রেই আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগার কার্যালয়ে মোবাইল পাঠাগারের ৮৪৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি, কলামিস্ট, সাহিত্য ম্যাগাজিন “সুবাস” সম্পাদক সৈয়দ আছলাম হোসেন।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, উদ্দীপন একাডেমির সহকারী শিক্ষক রাসেল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বাহাউদ্দীন বাহার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

error: Content is protected !!