অমিতাভ মল্লিক প্রধান ক্রাইম রিপোর্টারঃ
যশোর জেলার মনিরামপুরে ফাঁকা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল তৈরির দায়ে দুই জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।
জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল নামক স্থানের ফাকা মাঠের মধ্যে এই কারখানা স্থাপন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বিগত ৪/৫ বছর ধরে মাঠের ফসলি জমি দখলে করে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী সিন্ডিকেট । এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এ সময় মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে এতে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে।
অনুমতি না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।