মোঃ এমদাদ ঃ
বিদ্যুৎ নেই,রাতে ঘুম আসে না , চোখ মুখ যেন ফুলে ব্যাঙের রুপ ধারন করছে।
দেশ জুড়ে বর্তমানে গরমের তাপদাহে জনজীবন বিপর্যয়ের পথে তার উপর দীর্ঘ টাইম ধরে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং,
রাতে মানুষের ঘুমানোর পরিবেশ নেই বললেই চলে -সকালে ঘুম থেকে উঠে বের হলে দেখা যায় অধিকাংশ মানুষের চোখ মুখ ফোলা -জিজ্ঞেস করা হলে, একেতো অসহনীয় গরম তার উপর বিদ্যুৎ না থাকার কারণে রাতে ঘুম হচ্ছে না,
দেশের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদনের সাপ্লাইয়ের মধ্যে একমাত্র আসার প্রতীক পায়রা বিদ্যুৎ কেন্দ্র প্রায় বন্ধের পথে ।
বিদ্যুতের নির্ভরযোগ্য সূত্রে ও বিভিন্ন গণমাধ্যম সংবাদে বলা হয়েছে ,মজুদ কয়লা দিয়ে চলবে দুই জুন পর্যন্ত ,
কয়লা আমদানির বকেয়া ৩ হাজার ১৩৫ কোটি টাকার বিল পরিশোধ করলেও চালু করতে সময় লাগবে ২৫ দিন ।
রাতে ঘুম আসে না চোখ মুখ ফুলা ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক অনেকেই সাংবাদিকদের জানান- আমরা তো কোনদিন বিদ্যুৎ বিল বকেয়া রাখিনা ৩ হাজার ১৩৫ কোটি টাকা বকেয়া কেন হল ?
বিদ্যুৎ বিল আকাশ চুম্বে তারপরেও এতো বকেয়া- ছি-দুর্নীতি এত পর্যায়ে পৌঁছেছে যে তার প্রতিফলনে আমাদের চোখ মুখ ফুলে এখন ব্যাঙ, তারা আরো জানান,
আমাদের পকেট থেকে নয় বরং যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের খুঁজে বের করে, তাদের পকেট থেকে বকেয়া বিল পরিশোধ করে কয়লা আমদানী করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ।