সারাদেশে কাঁচা মরিচের দাম নিয়ে প্রতিবেদন
মুহাঃ মোশাররফ হোসেন, ডেস্ক রিপোর্টঃ
সারাদেশে কাঁচা মরিচের দামের উর্ধগতি নিয়ে সাধারণ জনগন বিপদে আছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এটা এক ধরনের ব্যাবসায়িক সিন্ডিকেট, ব্যাবসায়িকরা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিয়েছে, আর এদিকে প্রশাসনের কোন উদ্দোগ নেই তার জন্য ব্যাবসায়িরা আরো পেয়ে বসেছে, উর্ধতনের মহলের আর কি আসে যায় তারা মাসিক মোটা অংকের টাকা পাচ্ছে তার থেকে ব্যয় করতেতো আর বাধা নেই যত ভোগান্তি সাধারণ জনগনের।
আমরা সাধারণ জনগন ব্যাবসায়িকদের মত সিন্ডিকেট করতে পারিতো নাকি? আমরা সাধারণ জনগন যদি একযোগে ৪/৫ দিন শুকনা মরিচ ক্রয় করে রান্না করি, তাহলে মনে হয় কাঁচা মরিচের দাম কমে আসবে, কারণ কাঁচা মরিচ একটি পচনশীল দ্রব্য ৩দিন ৪দিন রাখলে এমনিতেই পঁচা শুরু করবে তখন ঠিকই কাঁচা মরিচের দাম কমে আসবে।
সাধারণ জনগন যদি এই সিন্ডিকেটটা করতে পারি তাহলে দেখবেন ব্যবসায়িকরা আর ৮০টাকা মরিচের কেজি ৭০০টাকা থেকে ৮০০টাকা বিক্রয় করতে পারবে না, তখন এমনিতেই মরিচের দাম ৮০টাকা কেজি হয়ে আসবে, আসুন আমরা সাধারণ জনগন এক হয়ে ব্যাবস্যিকদের সাথে আমরাও সিন্ডিকেট করে শুকনা মরিচ কিছু দিন ব্যাবহার করি এবং আমরা সাধারণ জনগন কাঁচা মরিচের দাম সঠিক যায়গায় নিয়ে আসি। আমরা সবাই সচেতন হয় এবং কাঁচা মরিচের উর্ধগতি দাম কমানোর সহযোগিতা করি।