সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস গ্রেফতার 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 days ago

মোঃ লুৎফর রহমান লিটল,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আজ দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় আওয়ামী লীগের ৪ নেতার নাম উল্লেখ এবং ৬ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

error: Content is protected !!