সাবেক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ (অভয়নগর -বাঘারপাড়া -বসুন্দিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে সাবেক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার দীর্ঘদিন যাবত গণ সংযোগসহ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ মে) মডার্ণডায়াগনস্টিক সেন্টার,হাসপাতালগেট, নওয়াপাড়া, অভয়নগর,যশোর,এ ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যশোর জেলা সভাপতি গ্রাম ডাক্তার মো: আ: গফুর, অভয়নগর গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ফজল রাব্বি সুজন, সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি সাংবাদিক সুনীল কুমার দাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।
যশোর মেডিকেলৃ কলেজ ও হাসপাতাল যশোরের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা.নিকুঞ্জ বিহারী গোলদার আজ শতাধিক মহিলা রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।