সাদা মনের মানুষ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন

সোনার চেয়ে দামি বল
আমার গ্রামের চাষা,
দেশের মানুষ এদের তরে
করেন শত আশা।

মাথার ঘামে পা ভিজে যায়
তবু থাকে মাঠে,
গামছা মাথায় দিয়ে তারা
ঘুরছে মাঠে-ঘাটে।

রোদে পুড়ে বৃষ্টি ভিজে
লক্ষ্য একটু আহার,
সোনার ফসল পায়না খেতে
দাদা দেখায় বাহার।

সাদা মনের মানুষ তারা
জীবন চালায় হেসে,
কখনো আবার বৃষ্টির জলে
কষ্টের ফসল ভেসে।

সাদা মনের মানুষ হয়ে
পায় না কেনো মূল্য,
এই সমাজে আছে বল
এদের সমতুল্য।

error: Content is protected !!