কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
সকাল ঠিক ৬:৩৫ মিনিট বাজে, ঠিক তখনই সারা কলকাতা সহ আসেপাশে এলাকায় ভূমিকম্পের ফলে কেঁপে উঠলো। একবার নয় পর পর তিন বার ভূমিকম্পের অনুভূতি হয়।
শুভ কলকাতা নয় এর প্রভাব ফেলেছে ভারতের দিল্লিতে। এবং মোট পাঁচটি দেশের মধ্যে।এর মধ্যে ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকা এবং ভুটান ও বাংলাদশের কিছু এলাকা এবং তিব্বত ও নেপাল।
মূল ভূমিকম্পের স্হান হল উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের ও তিব্বত গোরকনাথের কেন্দ্র স্হল। ওখানে থিয়েটার স্কেলে ৭,১রিটার অনুভূতি হয়। এবং কলকাতার আশেপাশের এলাকায় ৪,২৫ থিয়েটার স্কেলে ধরা পড়েছে।
বিহার ও উড়িষ্যার এবং ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের বহু যায়গায় ভূমিকম্পের ফলে কেঁপে উঠলো মাটি। তিন তিন বার ভূমিকম্পের অনুভূতি প্রকাশ পায়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।