সাতক্ষীরা – খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:  

সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের পাটকেলঘাটায় ধান বোঝাই পিকআপ উ‌ল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১৬ মে) সকা‌লে সাতক্ষীরার পাটিকেলঘাটার কুমিরার কদমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হ‌লেন, শ্যামনগর উপজেলার কাশিমা‌রি গ্রা‌মের মন্টু গাজীর ছে‌লে সুমন হো‌সেন(৩৫) ও জয়নগর গ্রা‌মের মৃত ওমর আলীর ছে‌লে আবুল হো‌সেন(৩৮)। এসময় আহতরা হ‌লেন, ইমন, ইয়া‌ছির, শুকুর আ‌লি সহ কমপ‌ক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। আহতরা জানান, সকালে শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন যাত্রী ও ২শ ৪৫ বস্তা ধান সহ সাতক্ষীরার শ্যামনগর ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। অপর জন সদর হাসপালে নেওয়া হলে সেখানে মারা যান আবুল হোসেন। তারা আরও জানান, ওই সময় ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমন্ত ছিলো ২৪জন। আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাওয়ার তারা গুরত্বর আহত হয়। পরে পুলিশ ও সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, শরীয়তপুর থে‌কে ধান কেটে বা‌ড়ি‌তে ফি‌রছি‌লেন। কু‌মিরা স্থা‌নে পিকআপ‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও চি‌কিসাধীন অবস্থায় সদর হাসপাতালে একজন মারা যান। । আহতরা বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিসাধীন আ‌ছে।

error: Content is protected !!