সাঘাটায় বন্যার পানিতে প্রায় ২০ হাজার মানুষ প্লাবিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

সাঘাটা উপজেলা প্রতিনিধি:

গত বেশ কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী পানির ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ টি ইউনিয়নে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি।

এর মধ্যে সাঘাটা, ঘুড়িদহ, ভরতখালী, হলদিয়া ও জুমারবাড়ী সহ মোট ৫ টি ইউনিয়নে প্রায় ২০ হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। ইতি মধ্যে হলদিয়া ইউনিয়নের মোট ১১ টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে রয়েছে। এছাড়াও জুমারবাড়ী ইউনিয়নের ৭ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। সে সাথে সাঘাটা, ভরতখালি ও ঘুড়িদহ ইউনিয়নের বাধেঁর পূর্বঞ্চলে অনেক লোকই পানি বন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের অনেকেই বাড়িঘর ছেড়ে অনত্র গিয়ে আশ্রয় নিয়েছে । গরু-ছাগল হাসমুরগী নিয়ে এসব পরিবার বিপাকে পড়েছে। বন্যার পানিতে আমন বীজতলা, পেয়াজঁ, শাকসবজি সহ বিভিন্ন ফসল সহ রাস্তা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়েছে।

আকর্ষিক ভাবে হুহু করে বন্যার পানি ঢুকে পড়ায় বেশ কয়েকটি কাচাঁ রাস্তা ভেঙ্গে গিয়েছে।

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী জানান, বন্যা দূর্গত এলাকার মানুষের সার্বক্ষণিক খোজঁ খবর নেওয়া হচ্ছে ও এছাড়াও ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হয়েছে।

error: Content is protected !!