সাংবাদিকদের অধিকার আদায় আন্দোলনে আপোসহীন ছিলেন প্রয়াত সাংবাদিক নেতা  মহিদুল ইসলাম মন্টু

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মহিদুল ইসলাম মন্টুর স্মরণ সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে,তার হাতে গড়া সংগঠন  যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত স্মরণ সভায়, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় অতিথিবৃন্দরা বলেন যশোর তথা দেশের সাংবাদিকদের যৌতিক অধিকার আন্দোলনের সংগ্রামের অগ্রনায়ক ছিলেন মহিদুল ইসলাম মন্টু। সাংবাদিকদের সাথে মালিকপক্ষের অনিয়ম অসংগতি আপোষহীন ভাবে মোকাবেলা করেছিলেন তিনি। ব্যক্তি জীবনের ছিলেন নিলোভ নিরহংকারী ছিলেন। অসংখ্য সাংবাদিক নেতা গড়ার কারিগর মহিদুল ইসলাম মন্টু রাষ্ট্র থেকে কিছুই পাননি। অনেকটা বিনা চিকিৎসায় মারা গেলছন তিনি। তার আদর্শ স্মরণ করা এ সময়ের সাংবাদিকদের দায়িত্বের মধ্যে পড়ে।
উক্ত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক প্রভাতফেরী পত্রিকার প্রকাশক,সম্পাদক  ফকির শওকত, স্মৃতি স্মরণ করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক প্রাস্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজিন খান, উপদেষ্টা বদর উদ্দিন বাবুল, সহ-সভাপতি তৌহিদ মনি,যশোর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আইয়ুব হোসেন মনা, যশোর ইনস্টিটিউটের কার্যকরি সদস্য আজাহার হোসেন স্বপন, সাবেক কাউন্সিলর হাজী মুকুল, জাগপা যশোর জেলা শাখার সভাপতি নিজামুদ্দিন অমিত প্রমুখ।
স্মৃতিচারণের সময় সাংবাদিক নেতৃবৃন্দ অশ্রুসিক্ত নয়নে মহিদুল ইসলাম মন্টুর জীবন নিয়ে আলোকপাত করেন। তার বিধেই আত্মার শান্তি কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তার পরিবারের আর্থিক সহায়তায় যাতে সরকার এগিয়ে আসে এ আহ্বান ব্যক্ত করেন। স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
error: Content is protected !!