আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:
কাঁচা মরিচ স্টক করে রাখা গেলে অন্যান্য জিনিসের মতো কাঁচা মরিচ স্টক করে রেখে দিতো অসাধু ব্যবসায়ীরা।
সর্বকালের রেকর্ড ভেঙে কাঁচা মরিচের দাম এখন আকাশ ছোঁয়া। যশোরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। মণিরামপুর বাজারেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। দুশ্চিন্তায় নিন্ম আয়ের মানুষ।
ঈদের পরেই মরিচের দাম বেড়েছে। ঈদের আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে। আর এখন ৬০০ টাকা!
জানা যায়, বাজার নিয়ন্ত্রণে গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। কিন্তু কোথায় কী? মরিচের দাম আর কমে না।বিক্রেতারা দাবি করছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে মরিচের সরবরাহ কমে গেছে। এই কারণেই দাম এমন উপরে।