হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
গাছ পরিবেশের অন্যতম উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের কোন বিকল্প নেই। কিন্তু গাছ না লাগানোর পরিবর্তে জীবন্ত ৪ ফলজ গাছের গোড়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে নিধন করা হলো। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়।গতকাল বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতাল বাউন্ডারি মধ্যে ৩ টি ধরন্ত আমগাছ ও ১ টি কাঁঠাল গাছের গোড়ায় হাসপাতালে পুরাতন বিছানা বালিশের চাদর,ফোমের ম্যাট্রেসসহ ময়লা আবর্জনা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী আগুন জ্বলার কারণে সেখানে থাকা চারটি গাছই পুড়ে যাই। এভাবে জীবন্ত গাছ পুড়তে দেখে হাসপাতালে সেবা নিতে আসা অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় হাসপাতালের স্টাফ ও সাধারন জনগণ আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় সচেতন মহল ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এরিয়ার মধ্যে আগুন লাগানোর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপরিমহলের আশু দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, আমি ট্রেনিং আছি, যেকারণে হাসপাতাল এলাকায় গাছের গোড়ায় ময়লা আবর্জনার স্তুপ করে তাতে আগুন ধরানোর ব্যাপারে আমি কিছু জানি না,আর ময়লা আবর্জনা পৌরসভার গাড়ির মাধ্যমে অপসারণের নির্দেশনা আমি দিয়ে এসেছিলাম । তবে এব্যাপারটা আমি খোজ খবর নিয়ে দেখছি।