সরকারি আইন ও প্রবিধান অনুযায়ী নিরাপদ খাদ্যের মান নিশ্চিত প্রাপ্যতা ও ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার 

লেখক: Champa Biswas
প্রকাশ: 12 months ago

মিতালী রানী দাস,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এবং ওয়েল্টহাঙ্গারহিলফে এর যৌথ উদ্যোগে “সরকারি আইন ও প্রবিধান অনুযায়ী নিরাপদ খাদ্যের মান নিশ্চিত, প্রাপ্যতা ও ভোক্তা অধিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরী।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহম্মদ একরামুল্লাহ এর পরিচালনায় শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাশ।সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ভোক্তা-অধিকার প্রতিষ্ঠায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ভূমিকা পাঠ করে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম, নিরাপদ খাদ্য প্রাপ্তি ও বিডিএস মান বিষয়ে বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. লুৎফর রহমান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিধি-বিধানের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তি বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন। ধন্যবাদ বক্তব্য রাখেন এফআইভিডিবির সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী।সেমিনারে নিরাপদ খাদ্য উদ্যোক্তা, খাদ্য প্রস্তুতকারী কোম্পনীর প্রতিনিধিবৃন্দ ও নিরাপদ খাদ্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!