সমাজ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে মুসলিম উম্মাহর যুব শক্তির প্রয়োজন রয়েছে-জামির আহমেদ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 days ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আজ সকালে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকা একটি মাদক বিরোধী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই রাজ্যের মন্ত্রী জামির আহমেদ খান বলেন যে সমাবেশ বুক থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে গেলে মুসলিম উম্মাহর যুব সমাজের দরকার আছে।

তিনি বলেন যে যে ভাবে সারা দেশে মাদকের ছোবলে সাধারণ মানুষ ও যুব সমাজ নীতিভ্রষ্ট হয়ে পড়েছে তার থেকে বেরোতে বড় ভূমিকা পালন করতে পারে যুব সমাজ।এর জন্য সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় যুবকদের কাছে আহ্বান জানান।

আজকের এই মাদক দ্রব্য বিরোধী অনুষ্ঠানে মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকা সভায় একত্রে শপথ গ্রহণ করতে হবে সমাজের এবং জাতির কল্যাণে মাদক দ্রব্য মুক্ত সমাজ গঠনে সহায়তা প্রদান করতে হবে।

কারণ যদি আমরা না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আগামী দিনে সমাজ এর পত্তন অনিবার্য হয়ে উঠবে। সরকার ও সাধারণ মানুষের এগিয়ে আসতে হবে মাদক দ্রব্য মুক্ত সমাজ গঠনে।

যদি একটু সময় নিয়ে মাদক দ্রব্য সেবন কারীদের কাছে মাদক দ্রব্য নেশার ফলে কি হতে পারে সমাজ এবং জাতির এবং মানবজাতির। তাহলে তারা এই নেশা থেকে মুক্ত হতে পারবেন।এর জন্য সমাজের যুবকদের বড় ভূমিকা রয়েছে।

আজকের এই মাদক দ্রব্য মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকা সমাবেশে বক্তব্য রাখেন কর্নাটক রাজ্যের স্পিকার জনাব এ এম শামির ও বিধায়ক জনাব আশরাফ আলী এবং বিধায়ক আবদুল কাশেম, বিধায়ক শ্রী সি এইচ কান্ডনবু এবং কর্নাটক রাজ্যের আহলে সুন্নাত ওয়াল জামাতের এর মাওলানা পি কে বাদশা শরিফ ও মাওলানা সৈয়দ শাহ শাহিবাদী সহ অন্যান্য বক্তারা।

error: Content is protected !!