প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ণ
সময়, এটিএন ও একাত্তরের সম্প্রচার বন্ধ
অনলাইন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতির মধ্যেই ঢাকার সংবাদভিত্তিক তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার বন্ধ হয়েছে। এগুলোতে হামলার ঘটনা ঘটেছে। চ্যানেলেগুলো হলো- সময় নিউজ, একাত্তর নিউজ এবং এটিএন নিউজ।
সোমবার (৫ আগস্ট) রাত থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।
সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
এমএম হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট২৪
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com