সবুজ শ্যামল

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন

সবুজ শ্যামল রূপের বাহার
আমার সোনার দেশে
গাছগাছালি ফাঁকে ফাঁকে
সূর্য ওঠে হেসে।

সকল দেশের সেরা দেশটি
দেখতে রূপের রাণী,
সবুজ ঘাসে বসে লেখক
লিখে জ্ঞানের বাণী।

সোনার চেয়ে খাঁটি মাটি
সবুজ দিয়ে ঢাকা,
রূপের বাহার দেখতে যেনো
স্বপ্ন মাঝে আঁকা।

আমার গাঁয়ের পাশের মাঠে
ভিন্ন ফসল ফলে
নৌকার মাঝি পাল তুলেছে
মাছ ধরতে যায় চলে।

সূর্যের আলো দিনে হাসে
রাতে চাঁদের আলো,
স্মৃতির পাতায় ভেসে ওঠে
দেশকে বাসি ভালো।

error: Content is protected !!