সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

বুলবুল হোসেন:

টাঙ্গাইলের সখিপুরের বড় চওনায়, বড়চওনা বিনা খাইড়া বড়বাড়ি রাস্তায় তাল গাছের চারা রোপন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে সবুজ পৃথিবী সখিপুর শাখার সভাপতি গীতিকার আতিকুর রহমান তাহের, সাধারণ সম্পাদক কবি শাহ আলম সানি, সাংগঠনিক সম্পাদক ও দুরন্ত মিডিয়ার সম্পাদক শেখ মোহাম্মদ আল-আমিন, বড়চওনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ বিলকিস আক্তার, দেবরাজ ওসমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল হোসেন, সবুজ পৃথিবীর সখিপুর শাখার সদস্য দেলোয়ার তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাল গাছের চারারোপণ প্রসঙ্গে কবি শাহ আলম সানি বলেন, আমরা নিয়মিতই বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি। এর আগে আমরা গায়েন মোরে, ছোট চওনায়, চামবল তলা, শ্রীপুর রাজনীতি মোর এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছি। তাল গাছ বজ্র নিরোধক, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমরা সবুজ পৃথিবীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের নির্দেশে বিভিন্ন এলাকায় তালগাছ রোপন করছি।
তাল গাছের চারা রোপন শেষে তাল গাছের উপকারিতা নিয়ে আলোচনা ও তাল গাছের চারা বিতরণ করা হয়।

error: Content is protected !!