বুলবুল হোসেন:
সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য সবুজ পৃথিবীর উদ্যোগে বিভিন্ন জনবহুল এলাকায় টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিক ভাবে দেলদুয়ার ও মির্জাপুরে দুটি টিউবওয়েল স্থাপন করা হয়। দেলদুয়ার মীরকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি টিউবওয়েল স্থাপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক সম্পাদক সহিদ মাহমুদ। উপস্থিত ছিলেন সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার কর্মকার, সবুজ পথিবীর পরিচালক সারমিনা আলম, ইব্রাহীম খা অধ্যয়ন ও মানব সেবা সংস্থার সাধারণ সম্পাদক ও লেখক গবেষক মোঃ ইমরুল হাসান সরকার, মীরকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি রানী দে, মলি আক্তার, রোকসানা আক্তার, লতা আক্তার ও টুম্পা আক্তার। প্রাথমিক ভাবে এই দুটি টিউবওয়েল স্থাপনে সহযোগিতা করেন লন্ডন প্রবাসী প্রতিক মোহাম্মদ।
সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ বলেন বাংলাদেশের যে সব স্থানে মানুষের নিরাপদ খাবার পানির সমস্যা সেখানে আমরা চেষ্টা করবো টিউবওয়েল স্থাপন করার।
বর্তমানে ৫০০ মিলি ১ বোতল পানির দাম ২০ টাকা, তাই পানি কিনে প্রান করা সবার পক্ষে সম্ভব না। তাই আমরা জনবহুল সব স্থানে টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচী বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা চাই।