মোঃ বুলবুল হোসেন, টাঙ্গাঈল জেলা প্রতিনিধিঃ
পরিবেশবাদি সেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবী দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপণ করে যাচ্ছে। সম্প্রতি ১ লক্ষ বৃক্ষ রোপণ শেষ করা হয়েছে। চলছে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে তালগাছ রোপণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী থেকে বাংলাদেশ ও দেশের বাইরে ১ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা করা হয়েছে। চলছে প্রস্তুতি। সেপ্টেম্বর মাসের শুরুতেই ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হবে। একসাথে ৬৪ জেলায় চলবে এই বৃক্ষ রোপণ কর্মসূচী। যেসব সব বৃক্ষ রোপণ করা হবে তা হলো ফলজ, বনজ ও ওষধি গাছ। তবে বনজ গাছের চারা কম রোপণ করা হবে। উপকূলীয় এলাকায় বেশী বৃক্ষ রোপণ করা হবে বলে জানান সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদ। এর মধ্যে ৬৪ জেলার সবুজ পৃথিবীর কমিটি গঠনের কাজ শেষ করা হরে। সহিদ মাহমুদ আরো জানান আমরা যদি এই ১ কোটি বৃক্ষ রোপণ করতে পারি তাহলে বাংলাদেশের পরিবেশ অনেকটা রক্ষা হবে।