মোঃ বুলবুল হোসেন:
আমাদের পরিবেশ রক্ষা করবো আমরাই এই শ্লোগানকে সামনে সবুজ পৃথিবীর বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ধেরুয়া পর্যন্ত ২৫০ টি তালগাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার ম্যানেজার মোঃ বদর উদ্দিন, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, রানাশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশিদ জাহান ছন্দা, রানাশাল তরুণ সংঘের সভাপতি জাহিদুর রহমান লাবু, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবু হানিফ, যুগ্ম সম্পাদক সবুজ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবিদ হাসান, সবুজ পৃথিবী সখিপুর শাখার সাধারন সম্পাদক শাহ আলম সানি, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন, শাহাদত আজিজ, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম। এছাড়াও এলাকার সাধারণ জনগণ ও রানাশাল তরুণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। বজ্রপাতের ঝুঁকি করাতে তালগাছ রোপণ কর্মসূচি সারা দেশে নিয়মিত চলছে বলে জানান সহিদ মাহমুদ।