সবুজ পৃথিবীর উদ্যোগে ময়মনসিংহে ১০ হাজার তালগাছ রোপণ উদ্বোধন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 12 months ago

মোঃ বুলবুল হোসেনঃ

পরিবেশ রক্ষায় বজ্রপাতের ঝুঁকি করাতে আজ ময়মনসিংহ জেলায় ১০ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্কে তালগাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ একরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ আব্দুর রশিদ, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারা খাতুন, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সবুজ পৃথিবী ফুলবাড়ীয়া শাখার সভাপতি সেলিম রেজা, মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম। স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। কর্মসূচীর পরিচালনা করেন সবুজ পৃথিবীর উপদেষ্টা স্বাধীন চৌধুরী। সবুজ পৃথিবী সূত্রে জানা যায় সবুজ পৃথিবীর উদ্যোগে সম্প্রতি ১ লক্ষ বৃক্ষ রোপণ শেষ করা করা হয়েছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

error: Content is protected !!