মোঃ বুলবুল হোসেনঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে কালিহাতীতে সেচ্ছাসেবী পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে বৃক্ষ রোপণ, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ পৃথিবী কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম, সবুজ পৃথিবী কালিহাতী শাখার সহ সভাপতি মোঃ আশরাফুজ্জামান, মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদ্দাম, যুগ্ম সাধারণ মোঃ জাহাঙ্গীর আলম, তনয় কুমার পাল, সাংগঠনিক সম্পাদক রাজিব, প্রচার সম্পাদক সাগর।
বিকেলে কালিহাতী - টাঙ্গাইল রোডের পাশে বিভিন্ন ধরনের ফল গাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় একটি হোটেলে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পরে কালিহাতী বাঙ্গাল মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহিদ মাহমুদ বলেন আগামীতে কালিহাতীর পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী কাজ করবে।