Tuesday, February 4, 2025

সবুজ পৃথিবীর আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন উপলক্ষে ঈশ্বরদীতে প্রস্তুতিসভা

Date:

Share post:

বুলবুল হোসেন:

আগামী ৬ নভেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে অংশগ্রহন করতে সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার প্রস্তুতি সভা গতকাল ঈশ্বরদী প্রেসকাবে অনুষ্ঠিত হয়েছে।

সবুজ পৃথিবীর উদ্যোগে টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য এই পরিবেশ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বতীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবী’র উপদেষ্টা রঘুনাথ বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: মাসুদ রানা, সদস্য মুকুল বসাক, গোপাল দাস। সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, সহসভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সহসাধারণ সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম। এসময় সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল আলীম বিশ্বাস মিঠু, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক তানহা ইসলাম শিমুল, প্রচার সম্পাদক দূর্জয় ইসলাম লিমন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, কার্যকরি সদস্য আব্দুস সামাদ, ইলমাতুল ইসলাম রূপা, সদস্য সানি হোসেন পলাশ ছাড়াও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর. কে বাবু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, সহসাহিত্য ও পাঠচক্র সম্পাদক সাবিত হাসান মুহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদী প্রেসকাব সংলগ্ন বদ্ধভূমিতে গাছের চারা রোপণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

সোহেল রানাঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শার্শা স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন...

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাম তীরে ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প...

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

আরিফা হক,নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক...

দি চাইল্ড কেয়ার একাডেমির মা সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ দি চাইল্ড কেয়ার একাডেমি এর নতুন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মা...