সবাই মিলে যদি হই একজোট বাল্য বিবাহ হবে প্রতিরোধ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:

“সবাই মিলে যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ”এ
স্লোগানকে সামনে রেখে রাজশাহীর
গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়
বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।

বুধবার (১৮ সেপ্টম্বর-২৪) ১১ টায়
উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এফ এইচ এসোসিয়েশনের গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়ার্ট শুভেন্দু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, আবুল হায়াত,উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি ছিলেন, এফএইচ এসোসিয়েশন প্রোগ্রাম অপারেসন্স সিনিয়র ম্যানেজার জ্ঞানোত্তর চাকমা, দেওপাড়া ইউনিয়ন পরিষদ সংরক্ষিত সদস্য হাসমত আরা ৷এসময় উপস্থিত ছিলেন, এফএইচ এসোসিয়েশন ইটিসি ইস্ট গোদাগাড়ীর ইউসুফ আলী ও সহকারী মনিটরিং অফিসার রাজু আহমেদ প্রমূখ ।

সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি
সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এর পেছনে রয়েছে নানা কারণ। তার মধ্য দারিদ্রতা একটি অন্যতম কারণ। হত দরিদ্র পরিবারগুলো মেয়ে সন্তানকে বোঝা মনে করে।কোনমতে মেয়ের বিয়ে দিতে পারলেই যেন মাথা থেকে বোঝা নেমে গেল। এছাড়াও কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়।

এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবনে অন্ধকারের ছায়া। অল্প বয়সে তারা মা হয় এতে নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। মা ও শিশু পুষ্টিহীনতায় ভোগেন। আবার অকালে অনেকে প্রাণ হারায়। তাই আমাদের সর্বস্তরে শিক্ষার আলো ছড়াতে হবে।সবাই সচেতন হতে হবে। বল্য বিবাহের কুফল তুলে ধরতে হবে।

error: Content is protected !!