মোঃ এমদাদ,মাগুরা,বিশেষ প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের সুযোগ্য সন্তান মোঃ বাহার জোয়ার্দার গত ৪ই নভেম্বর শনিবার দুপুর ২ টার দিকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিট হাসপাতালে হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।পরের দিন রবিবার সকালে তার বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সে মৃত দেহটি তার জন্মভূমির মাটি সোনাতুন্দী গ্রামের বাড়িতে আনা হয়, রবিবার ২টায় সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহু মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত শেষে সোনাতুন্দী উত্তর পাড়ার কেন্দ্রীয় গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয় ।তিনি স্ত্রী-দুই পুত্র সহ বহু গুণআগ্রহী দুনিয়াতে রেখে গেছেন ।তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভালো মানুষ ছিলেন ,তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার ভাগ্নে এডিশনাল ডিআইজি নুরুন্নবী,৭ নং শব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,তার ছোট ভাই বাবুল জোয়ার্দার,মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সোনাতুন্দী ওয়ার্ড ইউপি সদস্য, আবুল কাশেম,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার খবির হোসেন মোল্লা, বিশিষ্ট সাংবাদিক লিটন খান সহ এলাকার সর্বস্তরের মানুষ ।