মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদরে সতীঘাটা কামালপুর ও বাজিয়াডাঙ্গা চাষের মাঠে কৃষকের জমিতে প্রায় ৩ শত থেকে ৪ শত বিঘা উঁচু জমিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
১৮ সেপ্টেম্বর বুধবার বিকালে কামালপুর চাষের মাঠে এই দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কামালপুর ও বাজুয়াডাঙ্গা চাষের মাঠে রোপা আমন ধানের গাছ ৫০ থেকে ৭৫ দিন বয়স হয়েছে।
অনেক কৃষকের জমিতে ধানের শিষ এবং ধান বেরোতে দেখা যায। এদিকে কৃষক লিটন বলেন কামালপুর ও বাজুয়াডাঙ্গা চাষের মাঠে রোপা আমন ৩ থেকে ৪ জাতের ধানের পাতা রোপন করা হয়েছে। ধানের জাত হলো ব্রি ৮৭ , ব্রি ৫১, ব্রি ৭৫ স্বর্ণা, খিরকন এই চার জাতের ধান বেশি লাগানো হয়েছে।
তবে এই ব্রি রোপা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটবে বলে জানান। তিনি বলেন, এখন ধানের শীষ বেরোনোর শুরু করেছে এবং এই মুহূর্তে কারেন্ট পোকা হাত থেকে বাঁচতে বিষ এস্প্রে করছি। তবে এই ব্রি আমন কয়েক বিঘা ধান ১৫ থেকে ২০ দিন পর কাটা পড়বে।
এই বিষয় রামনগর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম এর কাছে জানতে চাই তিনি বলেন, কামালপুর এবং বাজিয়াডাঙ্গা চাষের মাঠে কৃষকের ধানের গাছ সবুজে রূপে অবস্থা দেখা যায় আবার অনেক চাষের জমিতে ধানের শিষ বেরোতে দেখা যায়। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষকের ফসলের ফলন ভালো হবে এবং অবশ্যই কৃষকের মুখে হাসি ফুটবে বলে জানান।