সতীঘাটায় ভারী বৃষ্টিতে ঘরবাড়ি প্লাবিত আতংকে ভুক্তভোগী পরিবার 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদরে রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুরে ভারী বৃষ্টির হওয়ার কারণে কয়েকটি বাড়ি পানিতে প্লাবিত আতংকে ভুক্তভোগী পরিবার গুলো । শনিবার ও রবিবার ২ দিন ভারী বৃষ্টির হওয়ার কারণে এই বসত বাড়িগুলো পানিতে প্লাবিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরের সতীঘাটা কামালপুর মণিরামপুর মহাসড়ক সংলগ্নে অসীম দত্ত, আব্দুল করিম, রবিউল ইসলাম, রফিকুল আনিসুর রহমান   ইসলাম, শামসুর রহমান, আমিনুর ইসলামগণ, মামুন হোসেন, হানিফ পাটোয়ারী, খোকন মৃধা এদের সবার ঘরবাড়ি পানিবন্দি এবং পানিতে প্লাবিত হতে দেখা যায়।
এদিকে ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন,  প্রতি বছরই বর্ষার মৌসুমে আমরা পানিবন্দি  এবং ঘরবাড়ি গুলো পানিতে প্লাবিত হয়ে থাকে । বর্ষার মৌসুমে আমাদের পরিবার এবং সন্তানদের নিয়ে খুবই আতংকে বসবাস করতে হয়। কারণ ভারী বৃষ্টি হওয়াতে এই পানিগুলো ময়লা আবর্জনা দুর্গন্ধময় কদামক্ত বিষাক্ত পানি প্লাবিত হয়। এই দুর্গন্ধময় বিষাক্ত পানি এবং রাতে সাপ পোকামাকড়ে ভয়ে আতংকে বসবাস করতে হয়।
ভুক্তভোগী শামসুর হোসেন জানান বর্তমান সময়ে  ভারী বৃষ্টি হলে এই পানি গুলো সড়কের কিনার দিয়ে কয়েকটি বাড়ি এবং খানা, নালা, গর্ত ও পুকুর পানিতে পরিপূর্ণ হওয়ার পর কয়েকটি বাড়ির উপর দিয়ে প্লাবিত হয়ে মুক্তেশ্বরী নদীতে গিয়ে পড়ে। কিন্তু এই বৃষ্টির পানি সংস্কারের  কোন জায়গা না থাকার কারণে ভুক্তভোগী পরিবার গুলো আতংকে বসবাস করতে হয়। তিনি আরো বলেন, একটি পরিবার প্রায় ২ মাস বসতবাড়ি পানিবন্দি থাকার কারণে অন্য এক জায়গায় বাসা ভাড়া করে থাকেন।
তবে এই পানির অপসারণের জন্য কোন ড্রেন না থাকায় ঘরবাড়ি গুলো পানিতে প্লাবিত মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী পরিবার গুলো পানি বন্দি হাত থেকে বাঁচতে কর্তৃপক্ষের নিকট এই পানি দ্রুত অপসারণের জোর দাবি জানান।
error: Content is protected !!