মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে সতীঘাটা কামালপুর গ্রামের মৃতঃ মুছাব্বর মোল্যা এর ছেলে হাসান মোল্যা গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে ৪ টি গরু যার আনুমানিক মূল ১ লক্ষ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে চোর চক্র। ২ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৪ ঘটিকায় সময় এই গরু চুরি ঘটনা ঘটে।
এই গরু চুরি ঘটনার বিষয় হাসানের স্ত্রী রুবিনা বেগম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমি গরু গুলোকে রাতে খাবার দিয়ে ঘুমাতে যায়। আমি ঐ দিন রাত ২ টার সময় ঘুম ভেঙ্গে গেলে গোয়াল ঘরে দেখি গরু আছে, দেখে আবার আমরা ঘুমিয়ে পড়ি। ভোর রাত আনুমানিক ৪ দিকে ঘুম ভেঙ্গে যায়, তখন আমি গোয়াল ঘরে তাকিয়ে দেখি দরজার তালা ভাঙ্গা এবং ঘরে মধ্যে থাকা ২ টা গায় গরু ও ২ বাছুর ঘরে একটা গরু ও নেই। তখন চিৎকার করলে এলাকার জনগণ ছুটে আসেন এবং দেখে গোয়াল ঘরে একটা গরু ও নেই।
এই গরু চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে ও গরু কোন সন্ধান পায়নায়। ভুক্তভোগী পরিবার গরু চুরির আতংকে ভুগছেন, এবং চুরি হওয়ার গরু খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবার গরু চুরির ঘটনায় বিষয় তদন্তপূর্বক প্রশাসনের আশু- হস্তক্ষেপ কামনা করেন।