যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ থেকে খরিচাডাঙ্গা প্রায় ১ কিলো বেশি রাস্তার খানা গর্ত, কালভার্ট ব্রিজসহ সড়কের বেহাল দশা।
৩১ আগস্ট শনিবার সকালে সড়কের এমন অবস্থার দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কামালপুর মসজিদ থেকে খরিচাডাঙ্গা সড়কটি খানাগর্ত, কালভার্ট ব্রীজ ভেঙে যাওয়ার কারণে জনগণ চলাচলের বিঘ্ন কারণ।
এই বিষয় খরিচাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক ২০০৪ সালে কামালপুর কেন্দ্রীয় মসজিদ থেকে খরচাডাঙ্গার এই রাস্তাটি ইটের সলিং দিয়ে মেরামত করা হয়।প্রায় ২০ বছর ধরে এ রাস্তা কোন নমস্কার করা হয়নি। আমরা এই সড়ক দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের যাওয়া, বাজার ঘাট, যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জনগণ চলাচলের সমস্যার মূল কারণ হয়ে পড়েছে।
এই ঘটনার বিষয় অনুপ গোপালপাল বলেন, এটি আমাদের প্রধান সড়ক আমরা মাটি দিয়ে চাড়ি, টালী তৈরি করি এ গুলো আবার বিভিন্ন জায়গা অর্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। সড়ক দিয়ে যাতায়াতের সমস্যার কারণে আমরা চরম ভোগান্তি শিকার হই। এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট সড়কটি খুব দ্রুত মেরামতের জোর দাবী জানান।