এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:
এটি কোনো ধান ক্ষেত নয়। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের যাতায়াতের প্রধান সড়ক এটি। এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে ডুমুরিয়া বাজার সহ ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ, সাহস, হাজিবুনিয়া,বান্দা,ধানিবুনিয়া, মাগুর খালি, ও ভান্ডারপাড়া গ্রামের জমিদার বাড়ী সহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পথ চলাচলে নিরুপায় হয়ে পড়ে স্থানীয় লোকজন।
প্রায় ১ কিলোমিটার সড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিতও হচ্ছে।এ দিকে সড়কটিতে বৃষ্টির পানিতে কাদা হওয়ায় স্থানীয় কয়েকজন শনিবার বিকালে ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় ভুক্তভোগীরা সুমন কুন্ডু , শহিদুল বিশ্বাস, ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সড়কটি নিয়ে সারা জীবন দুর্ভোগ পোহাচ্ছি। ও সড়কের বেহাল দশার কারণ বেশি ইটের বাটার, ইট, বালি, খোয়া বোঝাই পরিবহনে চাপে রাস্তার ভেঙ্গে নিয়মিত বেহাল দশা হচ্ছে। তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে। শিশুসহ অনেকেই অসুস্থ হচ্ছে। বৃষ্টি হলে হয়ে যায় রোপণ উপযুক্ত জমি। সড়কটি পুণ্য সংস্কার করণের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম বলেন। রাস্তাটিতে পানি জমে থাকায় কাদা হয়। শুকনো মৌসুম আসলে সংস্কার করা হয়। কিন্তু বৃষ্টির পানি বের হতে না পারায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে, জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।