পিরোজপুর প্রতিনিধি:
সংখ্যালঘুদের ওপরে হামলা, সাধারণ জনগণের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুরের হিন্দু সম্প্রদায়।
আজ শনিবার বিকেলে শহরের টাউনক্লাব সড়কে বাংলাদেশ সাধারণ সনাতন শিক্ষার্থী ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এসময় বক্তারা জানান, ৫ আগস্ট পরবর্তী সংখ্যালঘুদের ওপরে হামলা সাধারণ জনগণের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
অনেক স্থানে মন্দির ভাঙা হয়েছে সাধারণ সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে সবকিছুর বিচার করতে হবে।