শ্রী অনয় চন্দ্র দাস এর লেখা কবিতা”আঠারো বছর”

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

শ্রী অনয় চন্দ্র দাস

আঠারো বছর থেকে

শুরু হয় ঝড়ঝাপটা,

বদলাতে হয় লাইফস্টাইল

বদলে যায় জীবনটা।

 

অগোছালো হয়ে যায়

পরিপাটি আস্তানা,

লড়াই করে খুঁজে নিতে হয়

নতুন কোনো ঠিকানা।

 

এই বয়সটার ইচ্ছা থাকে

আকাশটাকে ছোঁয়ার,

শান্ত তটে আচমকাই

এসে পড়ে জোয়ার।

 

ধুয়ে মুছে সাফ করে দেয়

পূর্ব প্রাপ্তি সকল,

এনে দেয় মম শান্ত আলয়ে

সীমাহীন ধকল।

 

ছেড়ে দিতে হয় নিজস্ব স্বাদ

গন্ধ আর। প্রাণনা,

আসতে থাকে পুরো

শহরজুড়ে মিথ্যে প্রণোদনা।

 

অনুশীলনেই যদি ঘাম

নাহি ঝরে কিঞ্চিত,

তবে জেনে নাও যুদ্ধক্ষেত্রে

রক্ত ঝড়বে নিশ্চিত।

error: Content is protected !!