মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
এটা মিছিল মিটিং বা জনসমাবেশ নয়,উত্তরাঞ্চল থেকে মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে কৃষি কাজে আশা কয়েক হাজার মানুষ ,তাদের দাবি পাটের মূল্য বৃদ্ধি করা অতি জরুরী ।কাজের সন্ধানে পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি বছর এই মৌসুমে সাচিলাপুর বাজার সহ শ্রীপুর উপজেলার সকল বাজারে আসেন ,এর মধ্যে সাচিলাপুর বাজারে অন্যতম – বাজারের বিভিন্ন দোকানে কয়েক হাজার মানুষ জনপ্রতি ২০ টাকা ঘর ভাড়া করে থাকেন- ফজরের আযানের পর তারা বাজারের মেন পয়েন্টে একত্রিত হয়ে বিক্রি হন, সেখান থেকে স্থানীয় কৃষকরা দাম দর করে যার যার কৃষিকাজে নিয়ে আসেন ।
কাজের সন্ধানে এই সমস্ত মানুষ আসে বলেই এলাকার কৃষক আকাশ চুম্বে উপকৃত হন বলে স্থানীয় অনেকেই জানান ।দেশের বহু জায়গায় কাজের জন্য আমাদের যাইতে হয়, কিন্তু এই জেলার মানুষের মতো ভালো ব্যবহার কোথাও পায়নি -এই এলাকার মানুষ আমাদেরকে নিজের ভাই বাবার মত আচার ব্যবহার করে থাকেন, মূলত এই জন্যই প্রতিবছর এখানে আশাতে আমাদের উৎসাহ যোগায় বলে কাজে আশা আকিদুল ইসলাম সহ অনেকেই জানান।