শ্রীপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টার সহ ৩টি ক্লিনিক বন্ধ ঘোষনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

শ্রীপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টার সহ ৩টি ক্লিনিক বন্ধ ঘোষনা করেছে মাগুরার  নবাগত সিভিল সার্জন ডাঃ শামীম কবির।

পহেলা অক্টবর রবিবার দুপুরে মাগুরা নবাগত সিভিল সার্জন ডাঃ শামীম কবির –
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে-শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লিটনকে স্বাগত জানান ।
সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মোটরসাইকেল সহ কোন যানবাহন না রাখার নির্দেশ দেন । এছাড়াও তিনি ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বাড়ানোর নির্দেশ প্রদান করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে , হাসপাতাল সংলগ্ন বাইরে অবস্থিত জনসেবা ডায়গনিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধ সহ প্রতিষ্ঠানে শীতাতপ ব্যবস্থা না থাকার কারণে, অন্যদিক লং লাইফ ডায়াগনিস্টক সেন্টার, ও গুডলিং ডায়াগনিস্ট সেন্টার হঠাৎ বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠান গুলো বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাঃ শামিম কবির ।

অপরদিকে শ্রীপুর সদরে অবস্থিত,শ্রীপুর ক্লিনিক,শততা ক্লিনিক ওডিজিটাল ক্লিনিকে সিস্টার না থাকার কারণে অপারেশন বন্ধ ঘোষণা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লিটন সহ অন্যান্য স্থাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী দলিল দস্তগী দেখাতে না পারলে উল্লেখিত প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকবে বলে তিনি জানান।

error: Content is protected !!