প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ণ
শ্রীপুরে ১৯৯৩ এস এস সি ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বের বন্ধন মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত
মোঃ এমদাদ: শ্রীপুর (মাগুরা )প্রতিনিধি//
মাগুরার শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ১৯৯৩ ব্যাচের আয়োজনে বন্ধুত্বের বন্ধন মিলনমেলা ২০২৩ উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের এস এস সির প্রাক্তন শিক্ষা বর্ষের সকল শিক্ষার্থী ও সকল বিদ্যালয় প্রাক্তন শিক্ষকবৃন্দ ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রধান শিক্ষক কাজী ফায়জুর রহমান সহ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন । আমি এক সময় শিক্ষক সমিতি ,এক সময় আওয়ামী লীগ এক সময় বিএনপি এক সময় ভাসানীর দল, এইসব করেছিলাম ,করে দেখেছি যে, আমি রাজনীতির যোগ্য লোক না , এইজন্য সব জায়গা থেকে আমি ছেড়ে দিয়েছি ,এখন কিছুই করি না, তবে আমি বুঝেছি যে -শিক্ষকতা করে রাজনীতি করা যায় না ,যারা শিক্ষকতা ছেড়ে রাজনীতি করছেন তারা কতটুকু রাজনীতিতে সফল হবেন তা আমি বলতে পারিনা, তবে রাজনীতি করে শিক্ষাগতা করা যায় না , আমার এই যোগ্যতাই হয়েছে -ভুল হতে পারে আমার মাফ করে দেবেন , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সাবেক প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান তার বক্তব্যে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য তুলে ধরে, বক্তব্য রাখেন ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুল আলম মৃধা, তার বক্তব্যে বলেন - হায়াত মউত আল্লাহর হাতে ,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সাবেক প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান মৃত্যুবরণ করলে তার দাফন যেন এই বিদ্যালয় প্রাঙ্গণে হয় , দাবি রেখে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে আলোচনা সভা শিক্ষক মন্ডলীদের স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রেফেল ড্র অনুষ্ঠিত হয় ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com