মোঃ এমদাদ শ্রীপুর,মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা ও উম্মুক্ত ভুমি সেবা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে মে রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী ভূমি কমিশনার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এর আগে সপ্তাহব্যাপী চলা ভূমি সেবামূলক উম্মুক্ত হেল্প ডেস্কে ভূমি বিষয়ক (ই-নামজারি, ভিসিআর, মিস ক্যাস) সহ নানান সেবা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলি বিশ্বাসসহ ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্তা, সাংবাদিক ও সেবাগ্রহী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী ভূমি কমিশনার শ্যামানন্দ কুন্ডু জানান, সারা বছরই আমরা ভূমি সেবা প্রদান করে থাকি তার মধ্যেও বাংলাদেশ সরকার একটি সপ্তাহকে বিশেষভাবে মূল্যায়ন করে উম্মূক্ত সেবা প্রদান করার নির্দেশ দিয়েছেন। সেটির আজ শেষ দিনে আমরা অফিস চত্বরেই ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রালয়’ স্লোগানে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভার আয়োজন করেছি। গত ২২শে মে থেকে আজ ২৮শে মে পর্যন্ত এখানে ভূমি সংক্রান্ত সকল বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এক সময় জমি সংক্রান্ত জটিলতা ছিলো দীর্ঘ মেয়াদি প্রোসেসিংয়ের ব্যাপার। সেখান থেকে বর্তমান ডিজিটাল ভাবে যে সংশোধনী কার্যক্রম করা হচ্ছে সেটি সারা বিশ্বে প্রশংসনীয়। ইতি মধ্যেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই ভূমি সেবাকে ডিজিটাল সেবাই রুপান্তরিত করার জন্য সারা বিশ্বে দরবারে পুরস্কৃত হয়েছেন।