শ্রীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী দুঃশাসন জুলুম, নির্যাতনের প্রতিবাদে-বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছে ।

৩ অক্টবর বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরোর সভাপতিত্বে – উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের সঞ্চালনায় ,
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে হাজার হাজার বিএনপির নেতাকর্মী বিক্ষোভ মিছিলটি শ্রীপুর মহিলা কলেজ গেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও খামারপাড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার বাসস্ট্যান্ডের পথসভা স্থলে মিলিত হয়।

এ সময় পথ সভায় আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিল,মাসুদ মজুমদার, যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, যুবদলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফান,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদলের আহবায়ক মোল্লা সেলিম, মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি,ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল, তাতীদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল,সদস্য সচিব বিপ্লব খলিফা,সব্দালপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য সালেহা বেগম প্রমুখ। সরযন্ত্র কারিরা সরযন্ত্র করেই চলেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ও বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বদরুল আলম হিরো ।

error: Content is protected !!