মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
"কংগ্রেসের মূলনীতি,সুস্থ ধারার রাজনীতি "এই স্লোগান নিয়ে
মাগুরার শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেসের দলীয় সফরের অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী কলেজিয়েট স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোঃ আসাদের এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সেলিমুজ্জামান(সেলিম ) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী সালমান রহমান, মাগুরা পৌর কংগ্রেসের আহবায়ক তারিকুল ইসলাম রাজু, জেলা ছাত্র কংগ্রেসের আহ্বায়ক কাজল ইসলাম,সদস্য সচিব এনামুল হক রাজ, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান (সাগর), শ্রীকোল ইউনিয়ন কংগ্রেসের সমন্বয়কারী পান্নু মিয়া,আমলসা ইউনিয়ন কংগ্রেসের সিনিয়র সহ সভাপতি মোঃ ইসলাম আলী,সাধারণ সম্পাদক হুমায়ন কবির,সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল কুমার,গয়েশপুর ইউনিয়ন কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন,
আমি ছাড়া নির্বাচনে কেউ আর হতে পারবে,এই পদ্ধতি থেকে সরে আসতে হবে,মানুষ ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যায় এই পদ্ধতি হঠানোর জন্য কাজ করে যাচ্ছি,
রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে নির্বাচনে অংশ গ্রহন করবে বলে তিনি তার বক্তব্যে বলেন ।