মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চড় মালাই নগর গ্রামের পরিমল মন্ডল, পিতা ভবনাথ মন্ডল, ও মোহন শেখ, পিতা ইন্তাজ আলী শেখের ২৮ শতক জমির পটল ক্ষেত উপড়িয়ে ভেঙেচুরে পুরোটাই ধ্বংস করেছে দুর্বৃত্তরা।
আজ ১৭ই জুন শনিবার রাতের আঁধারে কে বা কাহারা তাদের ২৮ শতক জমির উপর চাষাবাদ করা পটল ক্ষেত শত্রুতার জেরে সমস্ত পটলের গুড়া সহ জাংলা ভেঙ্গে চুরে শতভাগ ধ্বংস নিশ্চিত হয়ে পালিয়ে যায়, এতে পটল ক্ষেত পুনরায় হওয়ার কোন সুযোগ নেই।
অসহায় হতদরিদ্র ও ভুক্তভোগী পরিমল মন্ডল ও মোহন শেখ জানান। আমরা এই পটল ক্ষেতের উপর নির্ভরশীল এটা বিক্রি করে বউ বাচ্চা নিয়ে আমরা দু মুঠো ডাল ভাত খাই এ ঘটনায় আমরা পঙ্গু হয়ে গেছি, আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই ক্ষেত করেছিলাম, এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়ে আমরা এখন সর্বস্বান্ত।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ইউপি মেম্বার গোলাম মাওলা জানান এই পটল ক্ষেত থেকে তাদের আয়-রোজগার হতো এখন এত বড় ক্ষতি অত্যন্ত দুঃখজনক এ বিষয়ে দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান।
ঘটনাস্থল শ্রীপুর থানা পুলিশ পরিদর্শন শেষে - শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি কাঞ্চন কুমার রায় মুঠোফোনে জানান। এ ঘটনাটি খুব খারাপ ও নেককারজনক,এ বিষয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ আসলে অবশ্যই আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান ।