মোঃ এমদাদ শ্রীপুর মাগুরা প্রতিনিধি:
শ্রীপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ পালিত মাগুরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সর্ব জনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে পথ পরিক্রমার স্বাস্থ্য অধিদপ্তর অদম্য পদযাত্রাকে সামনে রেখে ২-মে ২০২৩ মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি কেক কাটা ও আলোচনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এই উপলক্ষে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গিয়ে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয় ,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন ।
সঞ্চালনায় ছিলেন জুনিয়র কনসালটেন্ট এ্যানেসস্থিয়া ডা, কে এম সোহেল আসকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. ফেরদৌস রায়হান প্রমূখ।
ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।