মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার কাদির পাড়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে গোরস্থান সংলগ্ন মেহেগুনি গাছের সাথে, ১৬ জুন ২০২৩ শুক্রবার সকালে সাধন কুমার ৩৫ নামের এক যুবকের গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ ।
মৃত সাধন কুমার সাহা শ্রীপুর উপজেলার রায়নগর গ্ৰামের সাহা পাড়ার অপূর্ব কুমার সাহার ছেলে ।
সে ওয়াবদা মোড় বাসস্টানের মনীষা কসমেটিক দোকানের মালিক ।
সকাল ৮টর দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলার রাশি দেওয়া ঝুলন্ত মৃত দেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ ,
ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শ্রীপুর থানা অফিসার্স ইন চার্জ ওসি কাঞ্চন কুমার রায় সাংবাদিকদের জানান ।
হত্যা নাকি আত্মহত্যা জানতে চাইলে ওসি কাঞ্চনকুমার রায় জানান,এটি ময়না তদন্তের পর পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে ।
তবে এ বিষয়ে অভিযোগ নিয়ে তার পরিবারের কেহ এ পর্যন্ত থানায় আসেনি বলে তিনি জানান ।
সাধনের স্ত্রী দুই সন্তানের জননী সপ্না রানী সাহা জানান, সে ৭থেকে ৮টি এনজিও, আসা সমিতি,ব্রাক,আরাবি, ওয়েব ফাউন্ডেশন,ব্যুরো বাংলাদেশ সহ বেশ কিছু কোম্পানিতে সুদ ভিত্তিক বেশ মোটা অংকের অর্থ লেনদেন করতেন ,
গড় হিসাবে প্রায় ১৮ থেকে বিশ লক্ষ টাকার দেনা ছিলেন সাধন কুমার সাহা,
সব মিলে প্রতি মাসে ৭০ থেকে ৮০ টাকা হাজার টাকা কিস্তি দিতেন বলে স্বপ্না রানী সাহা সাংবাদিকদের জানান ।