মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের-সব্দালপুর নোহাটা দুর্গাপুর গ্রামের আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ জন আহত অন্তত ৪০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ২৪শে জুলাই সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আহত নারী পুরুষ উভয়ই মাগুরা সদর হাসপাতাল ও স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ,
সরজমিন ঘুরে অনেকেই জানান, পুলিশের শর্টগানের ছড়রা গুলি বর্ষণে অনেকেই আহত হয়েছে ।
উল্লেখ্যঃ শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান কনক ও উপজেলা আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এমত অবস্থায় সাব্বির হোসেনের সমর্থক হালিম মোল্লার মামার মৃত্যুর কুলখানি অনুষ্ঠানের দাওয়াত করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে ।
এ ঘটনায় যারা আহত হয়েছেন, ইয়াসমিন, সাবিনা, জাহিদ, রতন,ইমদাদুল, আইনুল, সোবহান মীর, হাসান মির, মুনসুর মীর, রেজাউল, উজ্জ্বল, শাহিনুর, সহ আরও অনেকে।
এবিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি কাঞ্চনকুমার রায় জানান,বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে, এলাকায় পুলিশ মোতায়োন রয়েছে, পুলিশের পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে কিনা জানতে চাইলে, পুলিশের পক্ষ থেকে কোন ফায়ার বা গুলি বর্ষন করা হয়নি যদি এমন কোন ঘটনা কেহ ঘটিয়ে থাকলে সে বিষয়ে তার অজানা বলে তিনি সাংবাদিকদের জানান।