মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি :
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী হালিম শেখ ২৫ এর স্ত্রী মিতা পারভিন ২০ সে অলৌকিক প্রতিবন্ধী জোড়া লাগানো নবজাতক শিশুর জন্ম দিয়েছেন
শনিবার গেল রাত ১টার দিকে তার নিজ বাসভবনে জোড়া শিশুর জন্ম দেন ।
সরজমিন ঘুরে জানা যায়, নবজাতক জমজ শিশুটির আকৃতি অলৌকিক ,মাথা দুইটা পা ৩ টা,পুরুষাঙ্গ ১টি ,হাত ৪টা , মলদ্বারের জায়গা নেই-নাভি একটি – এছাড়া চোখ কান নাক গলা পেট স্বাভাবিক ভাবে আছে ।
এ রিপোর্ট করা পর্যন্ত জোড়া শিশুটি কিছুটা সুস্থ – মা মিতা শারীরিক অসুস্থ হলে আজ দুপুরের পর উপজেলার (দারিয়াপুর)স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে-সেখান থেকে
শিশু ডাক্তারের পরামর্শের জন্য ফরিদপুর মেডিকেল স্থানান্তর করা হয় ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ডঃ নাজমুজ সাকিব মাগুরা সদর হাসপাতালের শিশু ডাক্তারের সাথে পরামর্শের জন্য বলেন ।
এছাড়াও ঢাকা থেকে মেডিকেল টিম গঠন করে অপারেশন বা চিকিৎসা দেওয়া যেতে পারে বলে জানান ডঃ নাজমুজ সাকিব।
হতদরিদ্র শিশুটির পিতা হালিম শেখ সাংবাদিকদের জানান- আমি খুব গরিব মানুষ ,আমার ঘরে আল্লাহ আমার শিশুকে এইভাবে পাঠিয়েছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আমার দাঁড়ায় এ চিকিৎসা করা সম্ভব নয়-সমাজের যারা বিত্তবান আছেন আপনারা আমার সন্তানের পাশে দাঁড়ান,আমি আপনাদের সহযোগিতা চাই ।
শিশুটিকে এক নজর দেখার জন্য ইচ্ছুক জনতার ভিড় করতে দেখা যায় ।