শ্রীপুরের হাট দারিয়াপুর সম্মিলনী বিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুরের হট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী ইমামের সার্বিক পরিচালনায় ।

শিক্ষক উৎপল কুমার রায় ও রবিউল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনী শাহীন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,
শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নোওয়াবুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক কাজী শাখাওয়াত হোসেন ,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সাহা,সাবেক শিক্ষক সন্ধ্যা রানী সাহা,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ইসলাম ,এছাড়াও উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য,জিল্লুর রহমান,আব্দুল ওয়াদুদ মোল্লা,রোকেয়া খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ।

আলোচনা শেষে দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক শিক্ষক শরাফত করিম ।

error: Content is protected !!