![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী দক্ষিণ পাড়া বায়তুল নূর জামে মসজিদ এর উদ্যোগে ২১ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অত্র মসজিদ প্রাঙ্গনে আসর হইতে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য, মরহুম মোঃ ইসমাইল হোসেন মাস্টার এর সুযোগ্য পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লার সভাপতিত্বে ।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন, হযরত হাফেজ মাওলানা ক্বারী নূরে আলম সিদ্দিকী,খতিব পশ্চিম হাসরা ঐতিহাসিক কেন্দ্রীয় মিনার জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা ।
দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন,মাওলানা মোঃ রায়হান হোসাইন শিক্ষক মাঙ্গন ডাঙ্গা সা ম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা ।
তৃতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ,মুহতামিম সোনাতুন্দী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানা ও খতিব সোনাতুন্দী উত্তরপাড়া জামে মসজিদ ।
এছাড়াও স্থানীয় আলেম- ওলামাগন মূল্যবান বয়ান পেশ করেন ।
মাহফিল সঞ্চালনায় ছিলেন ,হাফেজ মোঃ শাওন, ইমাম সোনাতুন্দী দক্ষিণ পাড়া বায়তুল নূর জামে মসজিদ ।
এ সময় অত্র এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।