মোঃ এমদাদ শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ রুহল মোল্লার বাড়িতে তিনটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
এতে জমি বিক্রি করা ঘরে রাখা নগদ দুই লক্ষ টাকা ঘরের আসবাবপত্র সহ ৩টি বসত ঘর একেবারেই পুড়ে ভুমিষ্ট হয়েছে বলে গেছে ।
আজ ১৫ এপ্রিল ২৩ই রমজান শনিবার দুপুর ২:৩০ মিনিটের দিকে তার ছেলের বউ রান্না করার সময়, রান্না ঘরের সূত্র থেকে মুহূর্তেই তিনটি ঘরে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে,
স্থানীয় সচেতন ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রক্ষা হয়নি নগদ ২ লক্ষ টাকা ৩টি বসত ঘর সহ আসবাবপত্র ।
সর্বমোট ১১ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে মোঃ রুহুল মোল্লার ১০০ গ্রাম চাউল কিনে খাওয়ার সক্ষমতা নেই বলে,অশ্রু জলে মোঃ রুহল মোল্লা জানান ।
এ ঘটনার সময় অন্ধ রুহল মোল্লা তার ঘরে অবস্থানরত জলন্ত আগুনের মধ্যে আটকা পড়েন অতঃপর স্থানীয়রা তাকে ঘরের জানালা কেটে বের করতে সক্ষম হন ।
এ ঘটনার খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম ১ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছালে ,আগুনে পুরা কয়লা এবং ধোয়াতে পানি নিষ্কাশনের চেষ্টা করলে ঘটনাস্থলের ব্যাক্তিদের সাথে বাকবিতণ্ড হয় বলে জানা গেছে ।
দেরিতে আসার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম প্রধান জানান, অপরিচিত পথে বিভিন্ন জায়গাতে লোকেশন জানতে দেরি হতে পারে, তবে ফোন পাওয়া মুহূর্তেই রওনা হয়েছেন বলে টিম প্রধান জানান ।
এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সরজমিন ঘুরে পরিদর্শন করে সুদৃষ্টিতে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন অসহায় নিঃস্ব ক্ষতিগ্রস্ত মোঃ রুহুল মোল্লা সহ গ্রামবাসী ।