শ্রীপুরের সাচিলাপুর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিল দূর্গা উৎসব ।

লেখক:
প্রকাশ: 4 days ago

 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিল শারদীয়া দুর্গা উৎসব ।

মাগুরা শ্রীপুর উপজেলায় ১৩৫টি পূজা মন্দিরে অত্যন্ত সুষ্ঠু ভাবে পূজা উৎসবের খবর পাওয়া গেছে ।
এর মধ্যে উপজেলার সাচিলাপুর বাজার সহ এর আসপাশে=বড়বাড়ি পূজা মন্দির= সাচিলাপুর রবি কুন্ডু বাড়ি পূজা মন্দির=তারাউজিয়াল কুন্ডু বাড়ী পূজা মন্দির = আদিবাসী পূজা মন্দির এখানে মোট ৫ টি পূজা মন্দিরে টানা ৫ দিন পূজা উৎসব শেষে আজ সাচিলাপুর বাজারের পাশে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অদুরে সরকারি পুকুরে অত্যান্ত আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা উৎসব শেষ হয় ।

জন্মভূমির মাটিতে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন দুদকের পরিচালক মলয় সাহা সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ঢাক ঢোল ও উলুধ্বনিতে বিসর্জন এলাকা মুখরিত করেন ।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল টহল দিতে দেখা যায় ।

error: Content is protected !!